প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১:৪২ পি.এম
নীলফামারীতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আয়োজনে তিন দফা দাবিতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামো সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবি জানান এই সমাবেশে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে জেলা শাখার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে একত্রিত হন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।
জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী। সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম বিশ্বাস, যিনি বক্তব্যে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি আরও ফ্যাসিস্টমুখী হয়ে যাবে এবং দূর্নীতি বৃদ্ধি পাবে। তাই সরকারের উচিত আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করা।
হাত-পাখা মার্কার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে আসনের জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবেন।
সমাবেশের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা, উপজেলা ও ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin