শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বি’রু’দ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) চরকুমারিয়া ও আরশিনগর ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু আব্দুল্লাহ খানের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে একটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বারের জিম্মায় জিম্মানামার মাধ্যমে ড্রেজারটি হস্তান্তর করা হয়।
ইউএনও আবু আব্দুল্লাহ খান বলেন, “ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি। তাই এর সঙ্গে জড়িতদের বি’রু’দ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অনুরোধ করছি, অবৈধ বালু উত্তোলনের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।”
তিনি আরও জানান, জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।