সিংগাইরে নবীন বরণের মধ্য দিয়ে ভূমদক্ষিণ স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

মানিকগঞ্জের সিংগাইরে নবপ্রজন্মের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ। সোমবার (তারিখ) সকাল ১১টায় একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে কলেজ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাজী আব্দুল গফুর মোল্লা, ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ সরবেশ আলী, জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকমল হোসেন, সমাজসেবক ইদ্রিস আলী, ইউপি সদস্য সানোয়ার হোসেন ও প্রাক্তন ছাত্র ইস্রাফিল শিকদার প্রমুখ।
প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তার বক্তব্যে বলেন, “আমাদের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা সুভাগ্যবান। তাদের কোনো বেতন দিতে হবে না। ডোনারদের সহযোগিতায় কলেজ থেকে শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ উপহার দেওয়া হবে। আমরা চাই তারা আর্থিক চিন্তা ছাড়াই শুধু পড়াশোনায় মনোযোগী হোক।”
সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, “ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ আগামী প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় গড়ে তুলতে কাজ করবে। শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়কে ধারণ করে শিক্ষার্থীরা যেন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে ইউপি সদস্য আনসার আলী, নয়াপাড়া মডেল একাডেমির মো. সারোয়ার হোসেন, মো. এরশাদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। নবীনদের ফুলেল বরণে অনুষ্ঠানের পরিবেশ ছিল উৎসবমুখর।
ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের এই যাত্রা স্থানীয় শিক্ষা অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অভিভাবক ও শিক্ষকরা আশা প্রকাশ করেছেন।