প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আসাম। হাসপাতালের দেয়াল ও ছাদ কাঁপতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের নবজাতক বিভাগে কর্তব্যরত দুই নার্স এক মুহূর্ত দেরি না করে বীরত্বের পরিচয় দেন।
ভূমিকম্পের তীব্র কম্পনের কারণে ইনকিউবেটরে থাকা নবজাতকদের প্রাণসংকট দেখা দেয়। যন্ত্রপাতি উল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। দুই নার্স নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইনকিউবেটরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন। তাঁরা শরীর দিয়ে আঘাত ঠেকিয়ে ছোট্ট শিশুদের রক্ষা করেন।
হাসপাতালের কর্মীরা জানান, ওই মুহূর্তে অন্যরা নিরাপদ স্থানে ছুটলেও এই নার্সরা এক পা-ও নড়েননি। তাঁদের দৃঢ়তা ও ত্যাগের কারণে একাধিক নবজাতক নিশ্চিত বিপদ থেকে বেঁচে যায়।
ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সাহসিকতার প্রশংসা করেছেন। সাধারণ মানুষও দুই নার্সের নিঃস্বার্থ দায়িত্ববোধ ও মানবিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।