টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে সংঘর্ষে ওসিসহ আহত ২০

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাব কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠি, বাঁশ ও অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। এতে থানার ওসি আহত হন। পাশাপাশি দুই পক্ষের অন্তত ১৯ জনও আহত হয়েছেন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।