শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নুরজ্জামান ও সুমন, যারা উপজেলার চরভাগা ইউনিয়নের পেদা কান্দি গ্রামের ইমরান হোসেন পেদার ছেলে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সখিপুর ইউনিয়নের মাদু সরকারের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরজ্জামান ও সুমন নুরজ্জামানের শ্বশুরবাড়ি ছুরিরচর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার উপর ড্রেজারের পাইপ উঁচু করে রাখা ছিল। হঠাৎ সেটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা প্রায় ৪ থেকে ৫ ফুট দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং নুরজ্জামান ও সুমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শরীয়তপুর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে দুই ভাই সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করেছেন, রাস্তায় ড্রেজারের পাইপ ফেলে রাখা হলেও কোনো সতর্কীকরণ চিহ্ন দেওয়া হয়নি। এ ধরনের অবহেলার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করছেন। বিশেষজ্ঞরা মনে করেন, অবকাঠামোগত সমস্যা, বেপরোয়া ড্রাইভিং, সড়কে অব্যবস্থাপনা এবং নিরাপত্তার অভাবই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। শরীয়তপুরে সাম্প্রতিক এ দুর্ঘটনাও সেই চিত্রকেই আবারও সামনে নিয়ে এলো।