প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:০০ পি.এম
নীলফামারীতে একদিন পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তিন দফা দাবিতে গণ সমাবেশ

নীলফামারীতে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আয়োজনে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যেই জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান বিপ্লব দৈনিক ভোরের বাণীকে জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে করার দাবি, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বাদ জোহর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ গণসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগ এবং নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।
এছাড়া সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী এবং সঞ্চালনা করবেন জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব। ইতোমধ্যেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখছেন। সহযোগী সংগঠনগুলোর নেতারাও সমাবেশে যোগদান করবেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলনের এ কর্মসূচি নীলফামারী জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করতে পারে। তিন দফা দাবির মধ্যে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রশ্নটি বর্তমানে জাতীয় রাজনীতিতে আলোচিত ইস্যু। এ কারণে সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin