প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৩০ পি.এম
সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল ইব্রাহিম হিলমী নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার (১৪ সেপ্টেম্বর) সেনাসদরে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় মালদ্বীপের প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন, বিশেষ করে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের কথা উল্লেখ করেন।
বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশিদও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এবং উভয় দেশের কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎটি দুই দেশের সামরিক সহযোগিতা ও পারস্পরিক বিশ্বাসের নতুন দিক উন্মোচন করেছে বলে সেনাসদর থেকে জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin