প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:৩৩ এ.এম
মানুষ জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরির জন্য নয় : প্রধান উপদেষ্টা

রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোববার (১৪ সেপ্টেম্বর) বলেন, “মানুষ কারো চাকরি করার জন্য জন্মায়নি; মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে এগিয়ে যাওয়ার সুযোগ যেন সবাই পায়।”
তিনি বলেন, বর্তমানে মানুষ বহু রকমের উদ্যোক্তা হিসেবে কাজ করছে। এ ক্ষেত্রে কোনো তালিকা করা হয়নি, যার ফলে আরও সুযোগ তৈরি হচ্ছে। এর পেছনে প্রধান কারণ প্রযুক্তি, যা আমাদেরকে বিশ্বের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত করেছে। তিনি যোগ করেন, “এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতার ওপর ভিত্তি করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ দিতে চাই। তিনি আশা প্রকাশ করেন যে, পিকেএসএফ নতুন ভবনে এসে একটি নতুন যাত্রা শুরু করবে।
উল্লেখ্য, পিকেএসএফ দেশের গ্রামীণ উদ্যোক্তা ও সামাজিক উন্নয়ন কর্মসূচিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনের উদ্বোধন এই সংস্থার কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচনের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin