প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:২২ এ.এম
রাকসুতে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ, শুরু হচ্ছে প্রচারণাও

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থী তালিকা আজ চূড়ান্ত করা হচ্ছে। যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচন কমিশন আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
তালিকা প্রকাশের পরই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই নির্বাচনী উচ্ছ্বাস বিরাজ করছে। বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা সমর্থকদের নিয়ে প্রচারণার প্রস্তুতি সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, “আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আচরণবিধি মেনে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin