প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৪:২৯ এ.এম
দলিয় কোন্দলের প্রতিবাদ করায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার জামায়াতে যোগদান, রাজনৈতিক মহলে চাঞ্চল্য

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনি। এর আগে শুক্রবার সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসায় জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে ইস্রাফিল হাওলাদার নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। উল্লেখ্য, গত ৯ মে স্বেচ্ছাসেবক দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।
শুধু ইস্রাফিল হাওলাদার নন, একই সম্মেলনে জাতীয় পার্টি (কাজী জাফর) নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খানসহ বিএনপি ও জাতীয় পার্টির আরও অন্তত ৫০ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
ইস্রাফিল হাওলাদার গণমাধ্যমকে বলেন, “ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতি করতাম, দলের জন্য জেলও খেটেছি। কিন্তু দলের অভ্যন্তরীণ অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উল্টো ষড়যন্ত্রের শিকার হয়েছি। বিএনপি যে দেশপ্রেমের কথা বলে, বাস্তবে তা আমি খুঁজে পাইনি। এজন্য স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ জামায়াত একটি আদর্শিক দল।”
জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুর রাজ্জাক বলেন, “বিএনপির গ্রুপিং ও অনিয়মের প্রতিবাদ করায় ইস্রাফিলকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বিষয়টি উপলব্ধি করার পর সে মনে করেছে, জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত একটি আদর্শভিত্তিক দল। এজন্যই সে আমাদের সঙ্গে যোগ দিয়েছে।”
অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনি বলেন, “ইস্রাফিল নাজিরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক থাকাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগ ওঠে। সরেজমিন তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়।”
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইস্রাফিল নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাদের জুয়ার আয়োজন ও চাঁদাবাজির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। তিনি দাবি করেন, “নাজিরপুর স্টেডিয়ামে বৈশাখী মেলার আড়ালে জুয়ার আয়োজন করা হয়েছিল। আমি এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত আমাকে বহিষ্কার করে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান স্থানীয় রাজনীতির সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin