প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৩ এ.এম
অবরুদ্ধ গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত ৬৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকে একদিনে অন্তত ৬৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় মারা গেছেন ৪৮ জন। দেশটির চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই ইসরায়েলি বাহিনী ১৬টি আবাসিক ভবন ধ্বংস করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দেওয়া একটি স্কুলও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এই ঘটনায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, গাজায় চলমান হামলা সাধারণ মানুষদের উপর সরাসরি আঘাত হানছে এবং মানবিক সংকট আরও প্রকট করছে।
অন্যদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে ঘোষণা করেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না।
নেতানিয়াহু পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের অবৈধ বসতি স্থাপন প্রকল্পের চুক্তি সইয়ের অনুষ্ঠানে বলেন, “আমরা আমাদের অঙ্গীকার পূরণ করবো। ফিলিস্তিন রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। ওই জায়গাটি আমাদের জন্য নির্ধারিত। আমরা আমাদের উত্তরাধিকার, আমাদের ভূখণ্ড ও আমাদের নিরাপত্তাকে সমুন্নত রাখবো। আমরা এই নগরীর জনসংখ্যা দ্বিগুণ করবো।”
জেরুজালেমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি অবৈধ বসতি মাআলে আদুমিমে আয়োজিত এই অনুষ্ঠানে নেতানিয়াহুর বক্তব্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে আরও উত্তপ্ত করবে এবং বিশ্ব শান্তি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin