প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৫০ এ.এম
ঢাকা মহানগর বিএনপির ২ নেতাকে স্থায়ী বহিষ্কার

ঢাকা মহানগর উত্তর বিএনপি দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম অপু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও, পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকেই স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, ৩৩ নং ওয়ার্ড বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে কাটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল ও চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ রয়েছে। এছাড়া, মান্নান হোসেন শাহীনকে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল উরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin