প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৪৭ এ.এম
নেপালের নবগঠিত অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নেপালের নবগঠিত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুশীলা কার্কিকে নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে অগ্রসর হবে।
প্রধান উপদেষ্টা দুই দেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানান। এছাড়া, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় নেপালের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
চিঠির শেষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি, পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin