প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৩৫ এ.এম
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. মিথিলের মতবিনিময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভায় ড. মিথিল বলেন, “আমি বিশ্বাস করি, জনগণই ক্ষমতার উৎস। জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হলে সদর ও বিজয়নগরের অনুন্নত এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব। বিশেষ করে তরুণ প্রজন্মের চিন্তা-চেতনা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আমি যদি জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেব। পাশাপাশি সাংবাদিকরা জনগণের কণ্ঠস্বর। তাই তাদের সহযোগিতা কামনা করছি।”
সভায় উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান, ডা. মনিরুল ইসলাম চয়ন, জেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin