প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:২৮ এ.এম
ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ফরিদপুর শহরের আলিপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ ডাবল ব্যারেল বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক হয়েছেন ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ (৩৯)।
শুক্রবার ভোরে এই বিশেষ অভিযানের মাধ্যমে মাহফুজুর রহমান সবুজকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, “মাহফুজুর রহমান সবুজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। সাংগঠনিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ কাজে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।”
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। জনগণকে এসব অপরাধ নির্মূলের কাজে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin