প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:৪৪ এ.এম
শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত রাসেল হোসেন সেতাই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে। সে সেতাই এসি'আই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার স্কুলে ছুটি থাকায় রাসেল কয়েকজন বন্ধুকে নিয়ে পিকনিকের উদ্দেশ্যে গ্রামের মাঠের একটি আমবাগানে কাঠখড়ি কুড়াতে যায়। এসময় ভাঙা কাঠ সংগ্রহ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে সে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, “অপমৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin