প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:৪১ এ.এম
পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে এসে প্রাণ গেল ছোট্ট শিশুর, আনন্দঘন মুহূর্তে নেমে এলো মৃত্যু ছায়া

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বাবা-মায়ের সঙ্গে পাহাড়ি ঝর্ণায় বেড়াতে এসেছিলো এক শিশু। পরিবার ভেবেছিলো, এটি হবে আনন্দময় একটি দিন, কিন্তু মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয় এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে শিশুটি বাবা-মায়ের সঙ্গেই ঝর্ণার কাছে যায়। কিন্তু হঠাৎ করেই পানির প্রবল স্রোত তাকে টেনে নেয় ভেতরে। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশে নেমে আসে আতঙ্ক ও কান্নার রোল।
স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও প্রকৃতির সেই ভয়ংকর স্রোতের সামনে কেউই দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ঝর্ণার সৌন্দর্যই হয়ে ওঠে শিশুটির মৃত্যুফাঁদ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপস্থিত সবাই বলছেন, এমন একটি দিনকে কেউ কোনোদিন ভুলতে পারবে না।
বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড়ি ঝর্ণায় বেড়াতে গেলে পর্যটকদের সবসময় সতর্ক থাকা উচিত। বর্ষা মৌসুমে কিংবা স্রোত বেশি থাকলে ঝর্ণার খুব কাছে না যাওয়া নিরাপদ। শিশুদের সবসময় বাবা-মায়ের সরাসরি নজরদারিতে রাখা জরুরি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin