ফেনীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন করেন ভিপি জয়নাল

ফেনীতে শুরু হয়েছে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম। শুক্রবার বিকেলে ফেনী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত এক সভায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি।
ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম হেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল জুলফিকার আলি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।
এ সময় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে শক্তিশালী করতে প্রত্যেক কর্মীকে সংগঠিত হতে হবে। এজন্য সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে হবে।
অধ্যাপক জয়নাল আবদিন ভিপি বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। এই কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে দলের সঙ্গে যুক্ত করে আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করা হবে।”
সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নবায়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং মাঠ পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কর্মসূচি শুধু সংগঠনকে পুনরুজ্জীবিত করবে না, বরং আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে দলের কর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করবে।