বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া হবে:-জুয়েল

নরসিংদীর মনোহরদীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা হবে।”
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোতাশিয়া ইউনিয়নের চুলা আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। ক্যাম্পে অংশ নিয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষ সরাসরি চিকিৎসা সুবিধা পান।
জুয়েল বলেন, “গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের জন্যই এ উদ্যোগ। আজ প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চাই এ কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে।”
চিকিৎসা নিতে আসা স্বর্বলক্ষণা গ্রামের রাহিমা বেগম বলেন, “আমি অনেক দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সত্যিই উপকৃত হয়েছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সেন্টু আজমল ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাফিউদ্দিন আকন্দ করুন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ মেম্বার প্রমুখ।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শুধু মানুষের চিকিৎসা সেবায় অবদান রাখবে না, বরং সাধারণ মানুষের আস্থা অর্জনে রাজনৈতিক অঙ্গীকারের বাস্তবায়ন হিসেবে কাজ করবে।