প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৫:১৭ এ.এম
সরাইলে সাংবাদিক শফিকুর রহমান শফিকের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক

ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের মরহুম হাজী ওয়াজদু মিয়ার পুত্র সাংবাদিক শফিকুর রহমান শফিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শুক্রবার বিকাল ৩ টার দিকে মারা যান।
মরহুম শফিকুর রহমান সরাইল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।
সরাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ছোট ভাই মরহুম সাংবাদিক শফিকুর রহমান শফিকের মৃত্যুতে সরাইলে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা এবং শোকার্তপ রিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin