গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সর্বত্র চলছে প্রাণচাঞ্চল্যের আমেজ। মণ্ডপে মণ্ডপে শিল্পীরা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কাঠ, বাঁশ, খড় আর মাটির গন্ধে ভরে উঠেছে এলাকা। প্রতিমাশিল্পীরা নিরলস পরিশ্রম করে দিন-রাত প্রতিমা গড়ে তুলছেন, যাতে নির্দিষ্ট সময়ে পূজা উদযাপনের জন্য সবকিছু প্রস্তুত থাকে।
প্রতিটি পূজামণ্ডপেই এখন সাজসজ্জা ও প্রতিমা নির্মাণের কাজ সমানতালে চলছে। কেউ বাঁশ ও কাপড়ে মণ্ডপ সাজাচ্ছেন, কেউ প্রতিমার গায়ে রঙ তুলছেন। মণ্ডপের চারপাশে চলছে আলো-সজ্জার প্রস্তুতি। ছোট-বড় সবার পদচারণায় পূজাকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় প্রতিমাশিল্পীরা ঐতিহ্য ধরে রাখতে দক্ষ হাতে প্রতিমা তৈরি করছেন। অনেক মণ্ডপে ঢাক-ঢোলের শব্দের সঙ্গে শিল্পীরা ছন্দ মিলিয়ে কাজ করছেন। ভক্তদের প্রত্যাশা পূরণের জন্য শিল্পীরা নান্দনিক নকশা ও বৈচিত্র্য আনার চেষ্টা করছেন।
দুর্গাপূজাকে ঘিরে গোপালগঞ্জে শুধু প্রতিমা তৈরিই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা সামাজিক আয়োজনের প্রস্তুতিও চলছে। মণ্ডপগুলোতে পূজা শুরু হলে ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে এলাকা।
সার্বিকভাবে গোপালগঞ্জে দুর্গাপূজাকে কেন্দ্র করে চলছে উৎসবের রঙে রঙিন প্রস্তুতি, আর প্রতিমা নির্মাণের ব্যস্ততা সেই আয়োজনকে পূর্ণতা দিচ্ছে।