মনোহরদীতে ফ্রী মেডিকেল ক্যাম্পের প্রচারণা সম্পন্ন হয়েছে

নরসিংদীর মনোহরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রচারণা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চুলা মডেল হাই স্কুল মাঠে এই ক্যাম্প আয়োজন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহঃবার রাতে খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া এবং ইউনিয়ন যুবদল নেতা টিপু সুলতানের নেতৃত্বে ডোমনমারা দরগাহ বাজারে লিফলেট বিতরণ করা হয়। প্রচারণায় অংশগ্রহণকারীরা স্থানীয় জনসাধারণের হাতে ফ্লায়ার তুলে দেন এবং সবাইকে ক্যাম্পে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য উৎসাহিত করেন।
এ সময় নেতৃবৃন্দ জনসাধারণের কাছে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সালাম পৌঁছে দেন এবং স্বাস্থ্যসেবার এ মহৎ উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা জানান, ক্যাম্পে আসা রোগীরা বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যপরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাবেন।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ জনগণের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ যারা আর্থিক অসুবিধার কারণে নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এটি এক আশীর্বাদস্বরূপ। এলাকাবাসী ক্যাম্পটির জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে।
স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বিনামূল্যের এ ধরনের ক্যাম্প কেবল চিকিৎসা নয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।