ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের সদস্যরা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করেছেন।
বুধবার ভোরে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং পুরো প্যানেলের অন্যান্য সদস্যরা রায়েরবাজারে পৌঁছে প্রথমে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত সম্পন্ন করেন।
নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।”
জিএস এস এম ফারহাদ বলেন, “শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেই চেষ্টা আমরা কাজের মাধ্যমে করব। এ সময় হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যা আমরা অসঙ্গত মনে করি।”
প্যানেলের অন্যান্য সদস্যরা জানান, তারা ৭১ ও ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে শিক্ষার্থীদের সেবা ও দেশের উন্নয়নে এগিয়ে যেতে চান।
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছেন। এতে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদগুলোও জয়ের মধ্যে রয়েছে।
নবনির্বাচিত নেতাদের এই পদক্ষেপকে শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সচেতনতার প্রকাশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।