প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:১৬ এ.এম
জাকসু ভোটে বিশৃঙ্খলা: আটকের পর মুক্ত ছাত্রদল নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সাইফ বিন মাহবুব নামে এক ছাত্রদল নেতাকে আটক করা হয়। আটকের আধাঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাইফ বিন মাহবুব বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ১০ নম্বর ছাত্র হল শাখা ছাত্রদলের সভাপতি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ভোটরারা জানান, ভোটকেন্দ্রে ভোটারদের লাইনে গিয়ে কিছু প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট চাইতে যান। এ সময় সাংবাদিকরা তাদের এ বিষয়ে প্রশ্ন করেন। তখন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের মো. সিয়াম মাহমুদ সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে সেখানে এসে সাইফ বিন মাহবুব সাংবাদিকদের ওপর চড়াও হন। তিনি অন্য হলের শিক্ষার্থী হওয়া সত্বেও ভোটকেন্দ্রের সামনেই দীর্ঘ সময় ধরে অবস্থান করছিলেন। একপর্যায়ে ১০ ছাত্র হল ভোট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এসে সাইফ বিন মাহবুব এর পরিচয়পত্র চেক করেন এবং নিশ্চিত হন তিনি এই হলের আবাসিক শিক্ষার্থী নন।
নির্বাচনি আচরণ বিধি মোতাবেক, ভোটগ্রহণের সময় এক হলের ভোটার অন্য হলে অবস্থান করতে পারবেন না। কেউ অবস্থান করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা হয়েছে।
নির্বাচনি আচারণবিধি লঙ্ঘন ও ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করায় কর্মরত আনসার সদস্যের ডেকে সাইফ বিন মাহবুবকে আটক করে হল প্রাধ্যক্ষের অফিসে পাঠান রিটার্নিং কর্মকর্তা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin