নড়াইল তারুণ্যের উৎসব-২০২৫’ ২য় পর্ব উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইল জেলায় আসন্ন ‘তারুণ্যের উৎসব-২০২৫’ দ্বিতীয় পর্ব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা বসে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা কালচারাল অফিসার মোঃ রাকিবিল বারি, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, জামায়াত নেতা আইয়ুব হোসেন খানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা জানান, এ উৎসবের মূল লক্ষ্য হচ্ছে তরুণ সমাজকে দেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে সম্পৃক্ত করা। একইসঙ্গে গ্রাম ও শহরের তরুণ-যুবকদের সুপ্ত প্রতিভা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন করে তোলা।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “তারুণ্যের উৎসব কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি তরুণদের জন্য নিজেকে গড়ে তোলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। এ উৎসব থেকে আমরা চাই নতুন প্রজন্ম মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধের চর্চা করবে।”
সভায় আসন্ন উৎসব উদযাপনকে ঘিরে নিরাপত্তা, সাংস্কৃতিক আয়োজন, ক্রীড়া কার্যক্রম, পরিবেশবান্ধব উদ্যোগসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ আয়োজন নড়াইলসহ সারা দেশের তরুণ সমাজে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।
উল্লেখ্য, নড়াইলকে ইতোমধ্যে দেশজুড়ে সংস্কৃতি ও ক্রীড়ার প্রাণকেন্দ্র হিসেবে দেখা হয়। সেখানকার তরুণরা দীর্ঘদিন ধরে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রেখে আসছে। সেই ধারাবাহিকতায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ হতে যাচ্ছে একটি অনন্য মিলনমেলা।