বাকেরগঞ্জে অবৈধভাবে নদী তীর বর্তী কৃষি জমির মাটিকাটার দায়ে ৬ জন গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে রাতের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি পল্টন, দুটি ভেকু ও একটি ট্রলার জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পান্ডব নদীর তীরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ঘটনাস্থলেই ৬ জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু, পল্টন ও ট্রলার জব্দ করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে এগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নলুয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাঃ লুৎফর নাহার (নুপুর) বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-১০, জিআর নং-৩৪৪/২০২৫।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়া হলে একদিকে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে নদী ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এ ধরনের কার্যক্রম বন্ধে জেলা প্রশাসন ও পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।