প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ৭:১৬ এ.এম
গোপালগঞ্জের সাতপাড়ে বিনামূল্যে ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত

মামুনুর রহমান শিকদার জুয়েল, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দীননাথ গুয়ালিচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিনামূল্যে চোখের ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ শিবিরে এলাকায় অসহায় ও দরিদ্র মানুষদের চোখের ছানি অপারেশনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শিবিরটি আয়োজন করে ক্রিস্টিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল, স্থানীয় সহযোগিতায় ছিল সাতপাড় দীননাথ গুয়ালিচন্দ্র উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতাল, বাগেরহাট।
শিবির আয়োজকরা জানান, এলাকায় গরিব ও মেহনতি মানুষের চোখের চিকিৎসা সুবিধা প্রায়শই সীমিত। তাই প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই ধরনের কার্যক্রম আয়োজন করা হয়।
শিবিরে অংশ নেওয়া রোগীরা জানান, বিনামূল্যে এই ধরনের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin