প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১:২৭ পি.এম
ঢাবি’র রোকেয়া হলের সংস্কৃতি সম্পাদক হলেন পাইকগাছার জান্নাতুল ফেরদৌস তিশা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হলের সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন খুলনার পাইকগাছার কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তিশা।
পাইকগাছা হাসপাতাল ক্রস রোডের বিশিষ্ট ব্যবসায়ী সরদার কামরুজ্জামানের কন্যা তিশা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সর্বোচ্চ ১১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন।
রোকেয়া হলের সংস্কৃতি সম্পাদক পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের প্রাপ্ত ভোট হলো—
আফরোজা মেহজাবীন ঐশী : ৪৫০ ভোট
জান্নাতুল ফেরদৌস তিশা : ১১৫৬ ভোট (বিজয়ী)
নীলিমা রাশেদ : ৫৫৫ ভোট
নূরাণী ইসলাম নিসা : ৪৪৯ ভোট
সাকিবা সুলতানা বন্যা : ১৫১ ভোট
জান্নাতুল ফেরদৌস তিশা পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ফসিয়ার রহমান মহিলা কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন।
তিশার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin