প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:৪৯ এ.এম
মনোহরদীতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে সহকারী কমিশনার (ভূমি)

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি ইউনিয়নের ইউপি সদস্য, সচিব, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
দায়িত্ব গ্রহণের পর আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পানীয় জলের সংকট, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বিষয়। সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে উদ্যোগী হওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “ইউনিয়নের জনগণকে সঠিক সেবা প্রদানের জন্য প্রশাসন সর্বদা কাজ করছে। তবে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সচিবসহ সবার সমন্বয় থাকলে সমস্যা সমাধান আরও সহজ হবে।” এ সময় তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এছাড়াও তিনি স্থানীয় জনগণের সহযোগিতায় ইউনিয়ন পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর দেন। মতবিনিময় সভার পর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার। এ উদ্যোগকে স্থানীয়রা পরিবেশ রক্ষার জন্য প্রশংসনীয় পদক্ষেপ বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. তাজুল ইসলাম বাদল, মর্নিং পোস্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য মো. হিমেল মিয়া। এছাড়া সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মো. সজিব মিয়া খিদিরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সেবা প্রদান ও সুশাসন নিশ্চিত করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin