শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালিয়ে দালাল চক্রের এক নারী সদস্যকে অর্থ দন্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নকলা উপজেলার সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানি।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্য মৌসুমী আক্তার (৪২)-কে ১৮৬০,১৮৮ ধারায় ২০০ শত টাকা জরিমানা, অনাদায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ।এই অভিযান পরিচালনা করেন । সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ।
জানা গেছে, হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও সহজ-সরল রোগীদের প্রলোভন ও কৌশলে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে নিম্নমানের পরীক্ষা-নিরীক্ষা ও ডিপ্লোমাধারী চিকিৎসকদের মাধ্যমে প্রেসক্রিপশন করিয়ে কমিশনভিত্তিক অর্থ হাতিয়ে নেয়। এতে রোগীরা যেমন প্রতারীত হচ্ছে , তেমনি বঞ্চিত হচ্ছে সঠিক চিকিৎসা থেকে।
এ ব্যাপারে নকলা থানার উপজেলা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান ও ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিষয়টি নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়েছে। আজ এক জন মহিলাকে জরিমানা সহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হলেও ভবিষ্যতে এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
স্থানীয়দের অভিযোগ মৌসুমী সহ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা গড়ে ওঠা বিভিন্ন প্যাথলজি ও ডায়গনিক সেন্টারের হয়ে দালালি করে আসছিল । বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এর কোন ব্যবস্থা গ্রহণ করেনি
এই অভিযানে পুলিশ প্রশাসন সহ আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নকলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শফিউজ্জামান রানা ও আরও অনেকেই।