বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অসিত গাইনকে গোপালগঞ্জের মুকসুদপুরে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার জলিরপাড়ে বিজেসি দক্ষিণাঞ্চল কার্যালয়ের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অসিত গাইনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং স্মারক হিসেবে একটি ট্রফি প্রদান করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা তার ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভকামনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসি দক্ষিণাঞ্চল শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাহমুদ মিনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন শেখ লিটন, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগার মিয়া এবং স্থানীয় জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক শুকুর আলী চোকদার। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন রাজৈর উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। অসিত গাইনের এই পদে আসীন হওয়া দক্ষিণাঞ্চলের সাংবাদিকদের জন্য একটি গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, অসিত গাইন তার অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।