পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতভাবে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একমত হয়ে এটিএন বাংলা ও দৈনিক রূপান্তরের কলাপাড়া প্রতিনিধি জাহিদ রিপনকে সভাপতি এবং গ্লোবাল টেলিভিশনের হাফিজুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেন।
কমিটি গঠনের পূর্বে প্রেসক্লাব কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক হাব্বিবুল্লাহ খান রাব্বি। সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমের উন্নয়নে যৌথ উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মহিপুর প্রেসক্লাবকে আরও গতিশীল করে তুলবে এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত মান উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।