ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত জেডইউ মডেল হাসপাতালে মেডিকেল সহকারি দিয়ে অপারেশন করার অভিযোগে সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।
ভুক্তভোগী রোগীর ছেলে আবদুর রহমান সিফাত ৭ সেপ্টেম্বর দুপুরে অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, শর্শদি ইউনিয়নের ফাতেহপুর গ্রামের জালাল আহম্মদ শিপন গত মাসের ২৪ আগস্ট ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা আহত শিপনকে উদ্ধার করে জেডইউ মডেল হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতাল কর্তৃপক্ষ শিপনের স্বজনদের জানান, রোগীর আঘাতের মাত্রা অনুযায়ী সার্জন দিয়ে অপারেশন করলে ৩০–৪০ হাজার টাকা খরচ হবে, কিন্তু মেডিকেল সহকারি দিয়ে অপারেশন করলে মাত্র ৭ হাজার টাকা সার্জন ফি লাগবে। এই বলে ঐ দিন মেডিকেল সহকারি মোঃ মহিব উল্লাহ অপারেশন সম্পন্ন করেন। পরের দিন শিপনকে রিলিজ দেওয়া হয়।
তবে একদিন পর রোগীর রক্তক্ষরণ শুরু হলে পুনরায় তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রতি ২ দিন পরপর ড্রেসিং করতে হবে এবং প্রতি ড্রেসিং এর জন্য ২ হাজার টাকা খরচ লাগবে। এক পর্যায়ে চারবার ড্রেসিং করানো হলেও রোগীর অবস্থা ভালো না হওয়ায় ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মহসিনের কাছে নেওয়া হলে শিপনকে পুনরায় অপারেশন করতে হয়।
এই ঘটনায় শিপন আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভুক্তভোগী পরিবার হাসপাতালের অবহেলার বিষয়টি জানালে জেডইউ মডেল হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেননি।