ফরিদপুরে পাইলসের বদলে গলব্লাডার অপারেশন, রোগীর অবস্থা সংকটাপন্ন

ফরিদপুর শহরের সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে আবারও গুরুতর ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। ভাঙ্গা উপজেলা থেকে পাইলসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এক নারী রোগীর পাইলস অপারেশনের বদলে গলব্লাডার অপারেশন করা হয়।
পাইলস অপারেশনের পরামর্শ দেওয়া চিকিৎসক ডা. আসাদুজ্জামান ও তার দলের সদস্যরা অপারেশনের সময় ভুল করে রোগীর গলব্লাডার অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন। অভিযোগ ওঠে, চিকিৎসক ও হাসপাতালের সকল স্টাফ ঘটনার পর তড়িঘড়ি করে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
রোগীর পরিবার অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে এবং ভুল চিকিৎসার কারণে রোগীর জীবন এখন ঝুঁকির মুখে। বর্তমানে রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য প্রশাসন ঘটনাটি জানার পর দ্রুত পদক্ষেপ নিয়েছে। হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সৌদি বাংলা প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে এটি প্রথম নয়। এর আগেও ভুল চিকিৎসার একাধিক অভিযোগ উঠেছিল। এর মধ্যে একটি প্রসূতি মায়ের সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু সংক্রান্ত অভিযোগও রয়েছে। বারবার এমন ঘটনা ঘটলেও কঠোর কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।