জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়েছে নেপালের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, বর্তমান জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে দূতাবাসের নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে—