মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আন্দোলনের সুর স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে হঠাৎ করেই কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়েছে পাশের নাওরা ভাদুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে ভোটারদের ভোগান্তি যেমন বেড়েছে, তেমনি সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবেই কেন্দ্রটি স্থানান্তর করা হয়। বহু বছরের প্রচলিত ভোটকেন্দ্র বদলে যাওয়ায় ভোটারদের দূরবর্তী কেন্দ্রে যেতে হচ্ছে। এতে নারী, প্রবীণ ও শারীরিকভাবে অসুবিধাজনক ভোটারদের বিশেষ ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও রাজনৈতিক চাপের কারণে অনেকে সরাসরি প্রতিবাদ জানাতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ গোরা কাজি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুর রহমানসহ একাধিক সচেতন ব্যক্তি জানান, ভোটকেন্দ্র স্থানান্তরের কারণে এলাকায় বৈষম্য তৈরি হয়েছে। তারা জেলা নির্বাচন কর্মকর্তার কাছে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ শেখ এ প্রসঙ্গে বলেন, “বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। এ বিষয়ে আমি খোঁজখবর নিচ্ছি।”
এলাকাবাসীর দাবি, রাজনৈতিক স্বার্থে ভোটকেন্দ্র স্থানান্তর গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে কুসুমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্বের ভোটকেন্দ্র পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি বাস্তবায়ন হলে স্থানীয় ভোটাররা সমানভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে।