প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ১২:৪০ পি.এম
ফেনীর লালপোলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে বালুভর্তি ট্রাকের ধাক্কায় শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজার ও সহকারী নিহত হয়েছেন। গুরুতর আহত বাসচালককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
রোববার সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহনের বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপোল হাফেজিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্টো-ব ১২-০২৪১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাক। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ ইয়াহিয়া রাফিকে মৃত ঘোষণা করেন। আহত বাসচালক মো. রফিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin