রাজবাড়ী’র নুরাল পাগলার মাজারে হামলার ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় রবিবার (৭ সেপ্টেম্বর) পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট গ্রেফতার সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে।
নতুন করে গ্রেফতারকৃতরা হলেন: আদর্শ গ্রামের বিল্লু, মাল্লাপট্টির মো. সাইফুল ইসলাম শুভ, নতুন পাড়ার মো. জীবন সরদার এবং কোতোয়ালি থানার মোহাম্মদ ফেরদৌস সরদার।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, গ্রেফতারকৃতরা পুলিশের গাড়ি ভাঙচুর ও মাজারে হানা দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত। এর আগে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশি তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত কাজী অপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশের গাড়ি ভাঙচুর, লাশ উত্তোলন ও মাজার ভাঙচুরের কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।