বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর পাদ্রিশিবপুর ইউনিয়নের পারশিবপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারশিবপুর গ্রামের প্রবীণ আনেস হাওলাদার (৯০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। জানাজা শেষে দাফনের জন্য পারিবারিক কবরস্থানে খাটিয়া নিয়ে যাওয়া হয়। এ সময় কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করতে সরাসরি বাড়ির মেইন মিটার থেকে লাইন নেওয়া হয়, যা অবৈধ সংযোগ ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
দাফনের সময় খাটিয়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়লে মৃত আনেস হাওলাদারের নাতি মো. সরোয়ার (২৩) ও আত্মীয় মো. ফিরোজ (২৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, অসতর্ক ও অবৈধ বিদ্যুৎ সংযোগই এই দুর্ঘটনার মূল কারণ।