প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৬:৪৯ এ.এম
মনোহরদীতে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার, মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ দুলাল আকন্দ এবং ইন্সপেক্টর (তদন্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন পুলিশ দল অভিযান পরিচালনা করে। এ সময় মনোহরদী থানার মামলা নং ৮(২)১১-এর আসামী খিদিরপুর পাড়াতলা গ্রামের মহেন্দ্র সূত্রধরের ছেলে অনিল সূত্রধর ও মামালা নং ৪৪/২৪-এর আসামী খালিয়াবাইদ খানবাড়ীর ফজলুর রহমানের ছেলে চাব্বাক কাকনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আদালতের নির্দেশে অনিল সূত্রধরকে সি.আর মামলায় বিনাশ্রমে দুই মাসের কারাদণ্ড অথবা নগদ দুই লাখ টাকা অর্থদণ্ড এবং চাব্বাক কাকনকে জিআর মামলায় বিনাশ্রমে তিন মাসের কারাদণ্ড কার্যকর করে আদালতে প্রেরণ করা হয়।
মনোহরদী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin