নোয়াখালীর সোনাইমুড়ীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লাশ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খালে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনা ঘটেছে রোববার (৭ সেপ্টেম্বর) ভোররাতের দিকে সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাষিরহাট বাজার সংলগ্ন কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে একটি অ্যাম্বুলেন্স মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ভোররাতে গাড়িটি চাষিরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা স্বজনরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি দ্রুত আরেকটি গাড়িতে তুলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম চলে আসায় অ্যাম্বুলেন্সটির নিয়ন্ত্রণ হারায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোমবার সকালে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও কেউ গুরুতর আহত না হওয়ায় স্বস্তি ফিরেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ ভ্রমণের সময় চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা না হলে এ ধরনের দুর্ঘটনা বেড়ে যেতে পারে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চালকের ঘুম বা অসাবধানতার কারণে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির খবর পাওয়া গেছে, যা সবার জন্যই উদ্বেগের বিষয়।
এই ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। বিশেষ করে লাশবাহী বা জরুরি যানবাহন পরিচালনায় আরও সতর্কতা ও তদারকির প্রয়োজনীয়তা এখন স্পষ্ট হয়ে উঠছে।