গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: লাশ দিতে গিয়ে নিজেই লাশ হলো

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি এম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ হয়। প্রচণ্ড আঘাতে এম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
এই দুর্ঘটনার ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। “লাশ দিতে গিয়ে নিজেই লাশ হয়ে গেলো”—এমন মন্তব্যে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
গোপালগঞ্জের এই দুর্ঘটনা আবারও প্রমাণ করলো দেশের সড়কপথে নিরাপত্তা ঝুঁকি কতটা প্রকট। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।