প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৪৯ এ.এম
টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রসহ যুবক আটক

প্রভাত বিশ্বাস, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী একটি বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ওই যুবকের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছিল।
আটককৃত যুবকের নাম-পরিচয় পুলিশ প্রাথমিক পর্যায়ে সংগ্রহ করেছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে অস্ত্র রাখার উদ্দেশ্য ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবককে আদালতে সোপর্দ করা হবে এবং অস্ত্র উদ্ধারের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin