প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:১৩ এ.এম
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ায় বিএনপির নিন্দা

জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৬ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে।
বিবৃতিটি স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বিবৃতিতে আরও উল্লেখ করেন, “এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ।”
দলটির ভাষ্যমতে, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই দলের টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর। হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএনপির এ নিন্দামূলক পদক্ষেপ রাজনৈতিক সহিষ্ণুতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি দলের অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin