প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:১০ এ.এম
ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধান গ্রেপ্তার, সিসাসহ নয়জন আটক

দেশের ক্যাসিনো–কাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে বারিধারার একটি রেস্তোরাঁ থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশের অভিযানে সেলিম প্রধানসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬.৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন জানান, বারিধারার ১২ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়িতে অবৈধ সিসা বার পরিচালনার অভিযোগে নেক্সাস ক্যাফে নামের রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেলিম প্রধান ওই রেস্তোরাঁর মালিক বলে জানা গেছে।
এর আগে, ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর সেলিম প্রধানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে র্যাব গ্রেপ্তার করে। তখন তাঁর বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা এবং প্রচুর অর্থ বিদেশে পাচার করেছেন। এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনি চার বছর সাজা ভোগ করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin