জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতাদের তালিকা তাদের মা-বাবার নাম ও ঠিকানাসহ প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন।
সারজিস আলম অভিযোগ করে বলেন, “পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলগুলোতে কমিটি দেওয়া শুরু করেছে। যে সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ-পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। কিন্তু এই দেশের কোনো স্কুল-কলেজে ছাত্ররাজনীতির নামে লেজুরবৃত্তি রাজনীতি চলবে না।”
তিনি আরও বলেন, “আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপিও অযোগ্য ব্যক্তিদের সভাপতি বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না।”
সভায় এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষারসহ পঞ্চগড় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি এবং জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।