গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভা বসে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ। তিনি বলেন, “বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত থেকেছে। অথচ জামায়াতের দুই প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত শাসনব্যবস্থা নিশ্চিত করব।”
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেরিনার্স ফোরামের আমীর ও মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান (লিটন) ঢালী, গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আ. ওহাব মোল্যা এবং জেলা সেক্রেটারি আল-মাসুদ খান। এছাড়াও উপজেলা শাখার আমীর ইমরান সরদার ও সেক্রেটারি অধ্যাপক নাজিবুর রহমান বক্তব্য দেন।
বক্তারা প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে দেশের মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হবে। পাশাপাশি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধপথে বিদেশে গিয়ে মৃত্যুর ঝুঁকি নিতে হবে না। সরকারি-বেসরকারি চাকরিতে ঘুষ প্রথা বিলুপ্ত হবে, উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদা দেওয়া বন্ধ হবে। এতে উন্নয়ন কাজ হবে মানসম্মত ও টেকসই।
বক্তারা আরও বলেন, কুরআন-হাদিসের আলোকে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ নানা অপরাধ কমে যাবে। গরিব-অসহায়রা ন্যায্য বিচার পাবে এবং দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় ইঞ্জিনিয়ার ফিরোজ মোল্লা, ডা. মেহেদী হাসান, কৃষক নাছিম দরানী, দিগনগর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলী আহমেদ, কবি শাহ আলম, ডা. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ওলি মোল্লা, আবুল কাশেম মাতুব্বর ও অ্যাডভোকেট সাইফুলসহ অনেকে উপস্থিত ছিলেন।