প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:৩৯ এ.এম
মনোহরদীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কাঁচিকাটা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ভূঁইয়া বাজারে আর এস প্রবাসী মার্কেটে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন কাঁচিকাটা ইউনিয়ন শাখার সভাপতি ক্বারী মোহাম্মদ ইমরান হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ্ প্রধান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নঈম উদ্দীন সরকার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাখাওয়াত হোসেন বেনু। এছাড়াও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহজালালসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নৈতিক সমাজ গঠনে ইসলামী শ্রমিক আন্দোলন কাজ করে যাচ্ছে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় শ্রমজীবী মানুষের সমস্যাগুলো তুলে ধরা হয় এবং তা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বক্তারা আরো বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাই তাদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে নানা কর্মপরিকল্পনার দিকনির্দেশনাও দেওয়া হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin