প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:৩৭ এ.এম
বাকেরগঞ্জে চতুর্থ শ্রেনীর শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার আসামি গোপাল চন্দ্র শীল (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঝালকাঠির নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত গোপাল ওই গ্রামের বিমল চন্দ্র শীলের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান জানান, ২১ আগস্ট দুপুরে গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রামের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে টাকার প্রলোভন দেখানো হয়। পরে বাকেরগঞ্জ থানার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক বাবু ও পশ্চিম কয়া গ্রামের গোপাল চন্দ্র শীল শিশুটিকে কাটাখালী বাজারের একটি দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগী শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৮ আগস্ট ভুক্তভোগীর পিতা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে নলছিটি উপজেলার পশ্চিম কয়া গ্রামে অভিযান চালিয়ে গোপালকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাকে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, অপর অভিযুক্ত কার্তিক বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের পাশাপাশি কিছুটা স্বস্তিও ফিরেছে আসামি গ্রেপ্তারের খবরে। তারা দ্রুত বাকি আসামিকেও আইনের আওতায় আনার দাবি জানান।
শিশু ধর্ষণচেষ্টা এবং যৌন নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকেরা মনে করছেন, এই ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : সেলিমা শিরীণ খান
সম্পাদক : এ.এস.এম. জিয়া উদ্দিন খান
নির্বহিী সম্পাদক : ফেরদ্দৌসী খান লিয়া
সহকারী সম্পাদক : আবুল ফাত্তাহ সজু
বার্তা সম্পাদক :
সম্পাদক কর্তৃক - ২৩৩ , শফি মন্জিল , মডেল স্কুল রোড, গোপালগঞ্জ থেকে প্রকাশিত।
Copyright © 2025 Daily Shirin